বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫ম জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা হয়।
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কো. লি. এর সহকারী জেনারেল ম্যানেজার আলী হোসেনের সঞ্চালনা ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সোনালী লাইফ ইন্স্যুরেন্স মাটিরাঙ্গা শাখার ইউনিট ম্যানেজার মোঃ খোরশেদ আলম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর মোঃ মহিউদ্দিন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর আবু বক্কর সিদ্দিক।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান ও মাটিরাঙ্গা থানার এএসআই ময়নাল উপস্থিত ছিলেন।
সভার আগে আমন্ত্রিত অথিতিদের নিয়ে মাটিরাঙ্গা উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভা যাত্রার বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে শেষ হয়।
বিডি২৪অনলাইন/এ এম ফাহাদ/সি/এমকে
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি