মন্তব্য
পাবনার আটঘরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী স্কাউট কাব ক্যাম্পুরী শুক্রবার (১ মার্চ) শুরু হয়েছে। দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পুরীতে উপজেলার ১৫ প্রাথমিক বিদ্যালয় মিলে মোট ৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
উপজেলা স্কাউটস আয়োজিত চতুর্থ কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান প্রমুখ।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে