শান্ত খান খুবই দুষ্টু: সালওয়া

২২ মার্চ ২০২১

ঢালিউডের নতুন মুখ শান্ত খান ও নিশাত নাওয়ার সালওয়া। আলাদাভাবে একাধিক সিনেমায় অভিনয়ের পর এবার জুটিবদ্ধ হয়েছেন তারা। শামীম আহমেদ রনী পরিচালিত ‘বুবুজান’ সিনেমায় দেখা যাবে এ জুটিকে। 

বুবুজান সিনেমায় ‘তিন্নি’ চরিত্রে অভিনয় করেছেন সালওয়া। তিনি বলেন, ‘টানা সাতদিন কক্সবাজারে প্রথম লটের কাজ করেছি। অনেক মজা করে কাজটি শেষ করেছি। পুরো টিম খুব হেল্পফুল। শান্ত খান খুবই দুষ্টু। একদম নামের বিপরীত। শুটিংয়ে খুব জ্বালাতো আমাকে। সবমিলিয়ে দারুণ আনন্দের সঙ্গে কক্সবাজারে কাজ করেছি।’


মন্তব্য
জেলার খবর