ডিসিএল শিরোপা জিতলো ডোমার

নীলফামারী প্রতিনিধি
০২ মার্চ ২০২৪

নীলফামারীর ডোমারে দুঃখ চাষা লীগ-২০২৪ ডিসিএল' এর  শিরোপা জিতে নিয়েছে ডোমার নিউ মডার্ণ জুয়েলার্স। শনিবার (০২ মার্চ) দুপুরে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডিমলা রাইডার্সকে ৬৬ রানে হারিয়ে বিজয়ী হয়েছে দলটি।

উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা হয়ে। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা ডেইজী নাজনীন মাশরাফি নীনা, ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, নীল ফ্যাশনের স্বত্বাধিকারী আবু হাতেম, সাজ্জাদ সু স্টোরের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী কিচেন এর স্বত্বাধিকারী শাকিল আহমেদ, মুয়াজ ফ্যাশনের স্বত্বাধিকারী আনছারুল ইসলাম নাঈম প্রমুখ।

ফাইনাল ম্যাচে ১৭ বলে ৬১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মোরছালিন। সর্বোচ্চ রান সংগ্রহকারী সাগর, সর্বোচ্চ ইউকেট সংগ্রহকারী হৃদয়, ম্যান অব দ্যা টুর্নামেন্ট ডিমলা রাইডার্স দলের অধিনায়ক সাগর। তাদের প্রত্যেকে পুরস্কৃত করা হয়েছে।

দুঃখ চাষা লীগের ৭ম আসরের টাইটেল স্পন্সর নিউ মডার্ণ জুয়েলার্স। টুর্নামেন্টটি আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্টের সৌজন্যে পরিচালিত হয় এবার।

 

বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর