মাটিরাঙ্গায় ভোটার দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি
০২ মার্চ ২০২৪

বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার ( মার্চ )  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  জাতীয় ভোটার দিবস উদযাপন হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হাসান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া প্রমুখ। 

জাতীয় পরিচয়পত্রের সুফলের কথা উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে আর্থিক সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সব যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।

আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা সহকারি নির্বাচন অফিসার মো. মাহাবুবুল আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমির হোসেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/এ এম ফাহাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর