সাতক্ষীরার দেবহাটায় ট্রাক চাপায় বেলাল হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ইমন হোসেন নামে এক কলেজছাত্র।
শনিবার (২মার্চ) বিকালে কুলিয়া নতুন বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বেলাল হোসেন দেবহাটা উপজেলা সদরের মোস্তফার ছেলে এবং ইমন হোসেন একই এলাকার শিক্ষক ওলিউল্লাহর ছেলে ও স্থানীয় একটি কলেজের ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের একজন সাদ্দাম হোসেন, বিকালে মোটরসাইকেলে ২ জন সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে কুলিয়া নতুন বাজার এলাকায় একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যান তারা। এ সময় পেছনে থাকা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে বেলাল হোসেন ঘটনাস্থলে মারা যায়। ইমন হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা ।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহামুদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে