ঘোষণা হচ্ছে এলপি গ্যাসের নতুন মূল্য

নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৪

দেশের বাজারে চলতি মাসের জন্য  ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করা হবে রোববার (৩ মার্চ)। বিকালের দিকে েএ ঘোষণা দেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)

অনেকদিনই হচ্ছে প্রতিমাসে এ গ্যাসের দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। বেশিরভাগ সময়ই দাম বেড়েছে। তবে বাজারে বিশেষ করে উপজেলা পর্যায়ে নির্ধারিত দরের চেয়ে কিছুটা বেশি দরে সিলিন্ডারজাত এ গ্যাস বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে এ গ্যাসের দাম নির্ধারণ করে দেওয়া হয়। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা থেকে বাড়িয়ে হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। অটোগ্যাসের দামও বাড়ানো হয় এ মাসে। ভোক্তা পর্যায়ে মূসকসহ দাম অটোগ্যাসের প্রতি লিটার ৬৭ টাকা ৭৬ পয়সা নির্ধারণ করা হয়।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর