চোটে ছিটকে পড়লেন আলিস, জায়গা পেলেন জাকির

নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৪

ঘোষিত দলে নাম থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না অফ-স্পিনার আলিস আল ইসলামের। আঙুলে চোট পাওয়ায় মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। ওদিকে তার জায়গায় দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির আলী অনিককে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন আলিস।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, এমআরআই রিপোর্টে দেখা গেছে, আলিসের ডান হাতের মধ্যম আঙুলের জয়েন্ট লিগামেন্ট মচকে গেছে। এটা ঠিক হতে দুই-তিন সপ্তাহ সময় লাগবে কমপক্ষে।  এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মো. নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, সাকিব হাসান, জাকির আলী অনিক।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর