বাংলাদেশের মানুষ অনেক দিলদার : ইমন

২২ মার্চ ২০২১

কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী সম্প্রতি ঢাকায় এসেছেন একটি ভিডিও শুটে অংশ নিতে।  এর আগেও বহুবার এসেছেন তিনি। তবে এবার অনেকদিন পরে আসলেন।

ইমন বলেন, বাংলাদেশে আসার পর থেকে এত এত খাবারের আয়োজন, মানুষের ভালোবাসা সবকিছুতেই মুগ্ধ আমি। একসাথে এত রকমের ডিশ এটা শুধু বাংলাদেশের মানুষই করতে পারেন। চিকেনেরই ৩ পদ আরও কত রকমের যে ডিশ, বাংলাদেশের মানুষ অনেক দিলদার। কলকতার মানুষ এগুলোতে অভ্যস্ত নয়।


মন্তব্য
জেলার খবর