ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ লড়াইয়ে মাঠে নামছে সোমবার (৪ মার্চ) সন্ধ্যায়। সফরে টাইগারদের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে লঙ্কানরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে এ সিরিজ শুরু হচ্ছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই এখন বাড়তি উন্মাদনা। ম্যাচের আগে রোববার সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধিই জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।
লঙ্কান কোচ ক্রিস সিলভারউডের মতে, এ সিরিজ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খুবই রোমাঞ্চকর একটা সিরিজের আশা করছি। দুই দলেই কয়েকজন ভয়ংকর ক্রিকেটার থাকায় দারুণ মজা হবে।
লঙ্কার কোচের দাবি, এ সিরিজে শ্রীলঙ্কাই ফেভারিট। তবে দুই দলই খুব ভালো। সিরিজ জেতা তাই অনেক কঠিন হবে বলে মনে করেনি তিনি।
এদিকে টাইগার অধিনায়ক শান্ত জানান, যার যার দায়িত্ব সবাই পালন করলে অধিনায়ক হিসেবে আমার কাজ সহজ হয়ে যাবে। দলে এমন খেলোয়াড় আছেন, যারা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে বলেও মনে করছেন তিনি। বলেন, আশা করি সবাই ভালো করবে এ সিরিজে।
লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে লঙ্কানরাই। বাংলাদেশের চার জয়ের বিপরীতে তারা জয় পেয়েছে ৯ ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে কখনো হারতে হয়নি তাদের।
বিডি২৪অনলাইন/এস/এমকে