মায়ের সঙ্গে ঝগড়ার পর ছাত্রলীগ কর্মীর আত্মহত্যা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
০৪ মার্চ ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় মাসুম বিল্লাহ (১৭) নামের এক ছাত্রলীগ কর্মী  কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার (৪ ফেব্রুয়ারি) বেলা টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে দুপুর টার দিকে উপজেলার সিংগাড়ি কলকতি গ্রামে নিজের বাড়িতে কীটনাশক পান করেন তিনি।

মাসুম বিল্লাহ ওই গ্রামের মুকুল হোসেনের ছেলে ও সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা যায়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাসুম বিল্লাহের সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। এ সময় মাসুমকে গালমন্দ করেন তিনি। এরপর দুপুর একটার দিকে শোবার ঘরের মধ্যে কীটনাশক পান করেন তিনি।

বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে মাসুমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে রেফার করেন।

পথে নাটোর শহরে পৌঁছালে মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ওসি মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

 

বিডি২৪অনলাইন/ফারুক/সি/এমকে


মন্তব্য
জেলার খবর