ভোমরা স্থলবন্দর দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৪

সাতক্ষীরা ভোমরা কাস্টমস হাউজ দ্রুত চালু আমদানিযোগ্য সব পণ্যের অনুমতি প্রদানসহ চার দফা দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটির ব্যানারে মানববন্ধন হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। মানববন্ধনে সিএ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, সিএ্যান্ডএফ কর্মচারী অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে ভোমরাকে স্মার্টবন্দরে রুপান্তরের দাবি জানিয়ে বক্তারা বলেন, সব ধরণের পন্য আমদানিসহ বন্দরটি ২৪ ঘন্টা খোলা রাখার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া কাস্টমস হাউজ দ্রুত তৈরি করে আমদানি রফতানি কার্যক্রম বেগবান করাসহ চাঁদাবাজি বন্ধ করার দাবি জানান তারা।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর