বৈরী আবহাওয়া, ভারত-ইংল্যান্ডের ৫ম টেস্ট খেলা নিয়ে শঙ্কা!

নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৪

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ৫ম ও শেষ ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে ৭ মার্চ। হিমাচল প্রদেশের বহুল আলোচিত ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে এ হবে এ ম্যাচ। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এ টেস্ট খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বা হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা এ নিয়ে কিছু জানায়নি।

ইন্ডিয়া ডটকমসহ বেশকিছু গ্ণমাধ্যমের খবর অনুযায়ী, ৭ মার্চ থেকে পরবর্তী পাঁচ দিন ধর্মশালার তাপমাত্রা সর্বোচ্চ ডিগ্রি আর সর্বনিম্ন - ডিগ্রি সেলসিয়াসের আশপাশে বিরাজ করবে। তাছাড়া বৃহস্পতি, শনি সোমবার বরফ পড়তে পারে। বাকি দিনে বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে, রোদ ওঠার সম্ভাবনা নেই বললেই চল। এমন পরিস্থিতিতে খেলার পরিবেশ অনুকুল থাকবে কি না, সেটা নিয়ে সংশয় রয়েছে সবাই।

যদিও ধর্মশালার পরিবেশ ইল্যান্ডের জন্য পোয়া বারো অবস্থা হিসেবে দেখছেনভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনিল গাভাস্কার। তার মতে, সেখানকার পরিবেশ ইংল্যান্ডের পরিবেশের মতো; বল সুইং করবে। নিজেদের দেশে খেলছে বলে মনে হতে পারে ইংল্যান্ড ক্রিকেটারদের।

এদিকে এ সিরিজ এরই মধ্যে জিতে গিয়েছে ভারত। ধর্মশালায় পঞ্চম টেস্ট তাদের কাচে এখন নিয়মরক্ষার ম্যাচ।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর