আমি তো দারুণ এক্সাইটেড : রানি

২২ মার্চ ২০২১

রোববার ছিল বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জন্মদিন। এবারের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন রানি। তার নতুন সিনেমার নাম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে।’ সিনেমাটি পরিচালনা করবেন অসিমা ছিব্বর।

সিনেমাটি প্রসঙ্গে রানি মুখার্জি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কিছু হতেই পারে ন। এই সিনেমার স্ক্রিপ্ট পড়েই উতলা হয়ে উঠেছিলাম। অপেক্ষায় ছিলাম কবে শুটিং শেষ করব। সেই সময় এসে গিয়েছে। আমি তো দারুণ এক্সাইটেড!’


মন্তব্য