পঞ্চগড়ে দাখিল পরীক্ষায় পরীক্ষা কেন্দ্র থেকে মাহাফুজ আলী নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী মো. শাহাজাহান নামের এক পরীক্ষার্থীর ইমপ্রুভ পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি। মাহাফুজ আটোয়ারী উপজেলার ধামোর সরকার পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।
জানা যায়, তার পক্সি দেওয়ার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওই কেন্দ্রে গিয়ে তাকে শনাক্ত করেন ও অভিযোগের সত্যতা পান। পরে তাকে আটক করে থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন, আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কেন্দ্র সচিব বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করবেন।
এদিকে সূত্র জানায়, লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার কেন্দ্র সচিব আব্দুল মান্নানের সহযোগিতায় ওই যুবককে দিয়ে পরীক্ষা দেওয়াচ্ছিলেন। ওই মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ খোলার জন্য এ কৌশলের আশ্রয় নিয়েছেন অধ্যক্ষ। এর আগে বিজ্ঞান বিভাগে ৫ জন শিক্ষককে অর্থের বিনিময়ে অবৈধভাবে নিয়োগ দেওয়ার গুঞ্জন রয়েছে ওই মাদ্রাসায়।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে