নওগাঁর রাণীনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমপর্ণ করে জামিন চাইলে তাদের জামিন আবেদন নামঞ্জুর হয়।
তারা সবাই হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। এ জামিনের মেয়াদ শেষে তারা ওই আদালতে হাজির হয়েছিলেন জামিনের জন্য।
জেলহাজতে পাঠানো ৭ নেতাকর্মীরা হলেন- রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান, মোশাররফ হোসেন ও ফরহাদ আলী মন্ডল, উপজেলা বিএনপির সদস্য নয়ন খান, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাছান ও বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক একলাস আলী মন্ডল।
আদালত সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর রাতে রাণীনগর উপজেলার ঝিনা এলাকায় দলীয় সভা শেষে যুবলীগের ১০-১৫ কর্মী মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে দিঘীরপাড় ছোট ব্রিজ এলাকায় তাদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই জয়নাল সরদার নামে এক যুবলীগ কর্মী বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
তাদের জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের আইনজীবী সাব্বির হোসেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে