রাণীনগর বিএনপির ৭ নেতাকর্মী জেলহাজতে

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৪

নওগাঁর রাণীনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় বিএনপি এর সহযোগী সংগঠনের নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ( মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমপর্ণ করে জামিন চাইলে তাদের জামিন আবেদন নামঞ্জুর হয়।

তারা সবাই হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। এ জামিনের মেয়াদ শেষে তারা ওই আদালতে হাজির হয়েছিলেন জামিনের জন্য।

জেলহাজতে পাঠানো ৭ নেতাকর্মীরা হলেন- রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান, মোশাররফ হোসেন ফরহাদ আলী মন্ডল, উপজেলা বিএনপির সদস্য নয়ন খান, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাছান বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক একলাস আলী মন্ডল।

আদালত সূত্রে জানা যায়, গত নভেম্বর রাতে রাণীনগর উপজেলার ঝিনা এলাকায় দলীয় সভা শেষে যুবলীগের ১০-১৫ কর্মী মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে দিঘীরপাড় ছোট ব্রিজ এলাকায় তাদের ওপর হামলা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় ওই রাতেই জয়নাল সরদার নামে এক যুবলীগ কর্মী বিএনপি এর সহযোগী সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ অজ্ঞাত পরিচয়ের ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

তাদের জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের আইনজীবী সাব্বির হোসেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর