সাফ অনূর্ধ্ব-১৬ সাফ ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৪

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতকে - গোলে হারিয়ে ও টানা দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।

এ চ্যাম্পিয়নশিপে চার দল অংশগ্রহণ করছে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে তিন ম্যাচ শেষে শীর্ষ দুই পয়েন্ট পাওয়া দল ফাইনাল খেলবে। সে হিসাবে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে গেল বাংলাদেশ।

৮ মার্চ বাংলাদেশের শেষ ম্যাচটি ভূটানের বিপক্ষে এখন শুধুই আনুষ্ঠানিকতার। নেপালের কাঠমান্ডুতে এবার সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট হচ্ছে।

এবারের আসরে দুই ম্যাচ শেষে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। নেপাল ভারতের অর্জন তিন পয়েন্ট। ইতোমধ্যে দুই ম্যাচে হেরে আসর থেকে ছিটকে গেছে ভুটান। নেপাল ভারতের মধ্যে জয়ী দলের বিপক্ষে ১০ মার্চ ফাইলনাল খেলবে বাংলাদেশ। তবে নেপাল ভারতের মধ্যকার ম্যাচ ড্র হলে অন্য হিসাব নিকাশ হবে তখন।

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর