ফিলিস্তিনের গাজায় খাদ্য সরবরাহ করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু সেই প্রচেষ্টাকে অবরুদ্ধ করে দিয়েছে ইসরায়েল। ত্রাণবাহী ১৪টি লরির কনভয়কে একটি চেকপয়েন্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরে এগুলো লুট করেছে ‘উন্মত্ত’ একদল লোক। এ কথা বলছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
টানা পাঁচ মাস ধরে ফিলিস্তিনের গাজা আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে সেখানে তীব্র মানবিক সংকট সৃষ্টি হয়েছে। ঘরবাড়ি হারিয়ে লাখ লাখ মানুষ তাঁবুসহ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন।
সংস্থাটি বলেছে, দুই সপ্তাহের মধ্যে মঙ্গলবার প্রথমবারের মতো সহায়তা প্রদানের চেষ্টা চালায় তারা। কিন্তু উত্তর গাজায় তাদের ত্রাণবাহী গাড়ি অবরুদ্ধ করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এ ঘটনার একদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, উত্তর গাজায় অনাহারে মারা যাচ্ছে শিশুরা। গেল ডিসেম্বর থেকে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের আশঙ্কার কথা বলে আসছে সংস্থাটি।
সংস্থাটি বলছে, ওয়াদি গাজা চেকপয়েন্টে তিন ঘণ্টা অপেক্ষার পর ১৪টি লরির ওই কনভয়টিকে ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় অন্য রুটে যেতে। পরে বিপুল সংখ্যক উন্মত্ত মানুষ কনভয়টিকে থামিয়ে দিয়ে ট্রাকগুলো থেকে প্রায় ২০০ টন খাবার লুট করে।
বিডি২৪অনলাইন/আই/এমকে