আগামী পহেলা মার্চ থেকে সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজিতে চাল বিক্রি হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান। রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনে ডিসিদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী জানান, সারাদেশে চলমান ওএমএস- এর চাল ও আটা বিক্রি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে সম্মেলনে। ওএমএস- এ কেজি প্রতি ৩০ টাকা দরে চাল এবং ১৮ দরে আটা বিক্রি করা হচ্ছে। ৭০০ ডিলারের মাধ্যমে এ চাল ও আটা বিক্রি হচ্ছে। আরও ১ হাজার ৭৬০টি ডিলারের মাধ্যমে বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে ওএমএস চালু হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমকে