১০ টাকা কেজিতে চাল বিক্রি হবে মার্চ থেকে

১৯ জানুয়ারী ২০২২

আগামী পহেলা মার্চ থেকে সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজিতে চাল বিক্রি হবে  বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান। রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনে ডিসিদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী জানান, সারাদেশে চলমান ওএমএস- এর  চাল ও আটা বিক্রি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে সম্মেলনে। ওএমএস- এ কেজি প্রতি ৩০ টাকা দরে চাল এবং ১৮ দরে আটা বিক্রি করা হচ্ছে। ৭০০ ডিলারের মাধ্যমে এ চাল ও আটা বিক্রি হচ্ছে। আরও ১ হাজার ৭৬০টি ডিলারের মাধ্যমে বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে ওএমএস চালু হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর