পুরো জীবনটা আমার চোখের সামনে ভাসছিল : তনুশ্রী

২২ মার্চ ২০২১

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের সঙ্গে সম্প্রতি আড্ডায় বলিউডের বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত জানান, জন্মের পরেই তার বাবা-মাকে সন্তানের সৎকার করার কথা বলেছিলেন চিকিৎসক। সাত মাসের মধ্যে জন্ম হয়েছিল তনুশ্রীর। 'প্রি-ম্যাচিওর' ছিলেন তিনি। দুরূহ প্রকারের জন্ডিস ধরা পড়েছিল তার শরীরে। হাত তুলে নিয়েছিলেন চিকিৎসক। কিন্তু তার পরেও তিনি প্রাণে বেঁচে যান।

বন্ধুরা মিলে মুম্বাইয়ের ট্রেন লাইন পার হতে গিয়েছিলেন হেঁটে হেঁটে। ট্রেনে চাপা পড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তনুশ্রী জানিয়েছিলেন, কয়েক মুহূর্তের জন্য পুরো জীবনটা আমার চোখের সামনে ভাসছিল। কিন্তু সে যাত্রাতেও বেঁচে যাই। এছাড়াও একবার সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন।

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর