চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
০৬ মার্চ ২০২৪

আগামী ১৯ এপ্রিল এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তারিখ পিছিয়ে ভোটগ্রহণের দিন ২৭ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান খোরশেদ আলম খসরু, সদস্য জে রানা বি এইচ নিশান সই করা তফসিলে তথ্য জানানো হয়েছে।

এদিকে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই এ নিয়ে বাড়ছে আলোচনা। নতুন-পুরোনো অনেক তারকারই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

 

জানা গেছে, ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে বিরতি ছাড়া বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণের পর প্রাথমিক ফলাফল প্রকাশ ঘোষণা করা হবে।

নির্বাচন ঘিরে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ হবে ২৪ মার্চ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ মার্চ। তার আগে এর আগে ২০ মার্চের মধ্যে চাঁদা পরিশোধ করতে হবে সদস্যদের।

নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ৩০ মার্চ। বিক্রি চলবে ৩১ মার্চ পর্যন্ত। এপ্রিলের মধ্যে মনোনয়ন দাখিল করা যাবে। প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ হবে এপ্রিল। প্রার্থীতার বিষয়ে আপত্তি নিষ্পত্তি হবে এপ্রিল। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে এপ্রিল। এর আগে এপ্রিলের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এবারের নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে মে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর