চলতি বছরের জুনে বসছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে আসরে একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। ৯ জুন (রোববার) নিউইয়র্কে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
আসর শুরুর এখন তিন মাসের মতো বাকি থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বি এ দুই দেশের খেলা দেখতে এখন থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে। আইসিসির কাছ থেকে কিনে নেওয়া টিকিটগুলো এখন রি-সেল প্ল্যাটফর্মগুলোতে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে।
রি-সেল প্ল্যাটফর্মের মাধ্যমে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম এখন ২ লাখ সাড়ে ২২ হাজার ডলার। এ ডলারকে বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে টাকার অঙ্ক দাঁড়ায় ২ কোটি ৩৩ লাখ ২৮ হাজারেরও বেশি।
যদিও আইসিসি অফিসিয়াল টিকিটের সর্বনিম্ন মূল্য ছয় ডলার নির্ধারণ করা হয়েছে এবার। আর ভারত-পাকিস্তান ম্যাচের অফিসিয়াল মূল্য নির্ধারণ করা হয়েছে ৪শ ডলার।
আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কিনে বিক্রি হচ্ছে রি-সেল প্ল্যাটফর্মগুলো। বিক্রি করা টিকিক পুনরায় বিক্রি করাতে টিকিটের দাম এখন আকাশা ছোঁয়া।
রি-সেল সাইটে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিটের দাম ৪০ হাজার ডলার নির্ধারণ করা হলেও প্ল্যাটফর্ম ফি যোগ করায় এর মূল্য দাঁড়ায় ৫০ হাজার ডলার। রি-সেল প্ল্যাটফর্ম ‘স্টাবহাব’ এ দাম হয়েছে ১ লাখ ৭৫ হাজার ডলার। এর সঙ্গে প্ল্যাটফর্ম চার্জ এবং অতিরিক্ত ফি যোগ করা হলে সেটি দাঁড়ায় ২ লাখ সাড়ে ২২ হাজার ডলার।
বিডি২৪অনলাইন/এস/এমকে