সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই বন্ধু নিহত, অপর বন্ধু হাসপাতালে

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ মার্চ ২০২৪

সাতক্ষীরার আশাশুনিতে নির্মাণাধীন একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।

বুধবার (৬মার্চ) সকালে উপজেলার কাঁদাকাটি বাঁকা সড়কের শ্রীধরপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন - জেলার কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নয়ন ঘোষ (১৮) ও একই এলাকার  উইলিয়াম (১৮)। আহত হওয়া বন্ধু একই এলাকার কর্নেল ঘোষ (১৬)

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী  জানান, সকালে তিন বন্ধু মোটরসাইকেলে বাঁকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীধরপুর এলাকার আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্রিজের সাথে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়  নয়ন উইলিমায়। আহত কর্নেল ঘোষকে আশাশুনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেসে ভর্তি করা হয়েছে, তিনি  এসএসসি পরীক্ষার্থী।

ওসি আরো জানান, পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যারা মৃতদেহ দুটি উদ্ধার করেছে। মোটরসাইকেলটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর