ভারত থেকে ফেরার সময় সীমান্তে এক ব্যক্তি আটক

লালমনিরহাট প্রতিনিধি
০৬ মার্চ ২০২৪

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে ভারতীয় সীমান্ত পার হয়ে দেশে ফেরার সময় রুবেল (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মঙ্গলবার ( মার্চ) রাতে তাকে আটক করা হয়।

রুবেল ওই উপজেলার উত্তর জাওরানী গ্রামের মাহাতাব হোসেনের পুত্র। বিজিবি সুত্রে জানা গেছে, ওই সীমান্ত দিয়ে কয়েক দিন আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন রুবেল হোসেন। একই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় মঙ্গলবার রাতে জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দল তাকে আটক করে।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশ সংক্রান্ত একটি মামলা করেছে বিজিবি। বুধবার ( মার্চ) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে

 

বিডি২৪অনলাইন/লাজু মিয়া/সি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর