পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার(৬ মার্চ) শালবাহান বাজারে এলাকাবাসী ও সুশীল সমাজের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- শালবাহান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাসেত, শফিউল আলম বুলবুল, সোয়েব আকতার মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, সহকারি শিক্ষক হিসেবে মোছা. তাসরীন আকতারকে ২০১৫ সালে নিয়োগ দেখিয়েছেন প্রধান শিক্ষক। কিন্তু এতোদিনে তিনি স্কুলে আসেননি, বিদ্যালয় সংশ্লিষ্ট কারো সঙ্গে তার পরিচয় নেই। এমপিওভুক্ত হওয়ার পরে ওই নারী বিদ্যালয়ে এসেছেন। অথচ প্রধান শিক্ষকের কথা অনুযায়ী ওই শিক্ষিকা ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর যোগদান করেন বিদ্যালয়ে।
বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে এ অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে তার তদন্ত আর বিচার দাবি করেন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে