সাতক্ষীরায় চাচীকে নিয়ে উধাও হওয়া ভাতিজাকে ঘটনার ১৫ দিন পর আটক করেছে পুলিশ। এরপর তার বিরুদ্ধে থানায় অপহরণ মামলা হলেও সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে চাচীকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পরকীয়া প্রেমে মজে ঘর বাধার উদ্দেশ্যে তারা অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল বলে গুঞ্জন রয়েছে এলাকায়।
অভিযুক্ত ভাতিজা হলো- সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভারশা গ্রামের নূর ইসলাম সরদারের ছেলে মতিউর রহমান। বুধবার দুপুরে তাকে ভারশা গ্রাম থেকে আটক করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, বেশ কিছুদিন আগে মতিউর তার চাচীকে নিয়ে উধাও হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় একটি জিডি করেন। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত হয়। পরে তাদের আটক করে থানায় আনা হয়।
এদিকে চাচীর স্বীকারোক্ত অনুযায়ী মতিউরের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা হয়। আসামিকে তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভিক্টিমকে তার বাড়িতে পাঠান হয়েছে, জানান ওসি।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে