জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান ও কাবিংয়ে রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ভাঙ্গুড়ার আসিফ আব্দুল্লাহ।
বুধবার (৬ মার্চ) দুপুরে রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) একাডেমি ভবনে এ প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে তার হাতে পদক ও সনদ তুলে দেন স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালক অলক চক্রবর্তীসহ আমন্ত্রিত অতিথিরা।
আসিফ আব্দুল্লাহ ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আলতাব হোসেন, আর মা ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমা জহুরা।
আসিফ আব্দুল্লাহর বাবা আলতাব হোসেন বলেন, তাঁর ছেলে এখন জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। ছেলের এমন সাফল্যে ভীষণ খুশি তিনি।
বিডি২৪অনলাইন/ফারুক/সি/এমকে