বিদ্যুৎ, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
০৬ মার্চ ২০২৪

ফাইল ছবি

দেশে বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন জ্বালানি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে লিফলেট বিতরণ গণসংযোগ করবে বিএনপি।

আগামী মার্চ (শনিবার) কর্মসূচি পালন করবে তারা। বুধবার ( মার্চ) ঢাকার নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার সময় রিজভী গত ১৪ বছরে বিদ্যুতের দাম বৃ্দ্ধির কথা তুলে ধরেন। বলেন,  এ সময়ে দাম বাড়ানো হয়েছে ১৩ বার, আর বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১৩০ শতাংশ।

তিনি জানান, ২০০৯ সালে দেশে বিদ্যুতের দাম ছিল ইউনিট প্রতি .৭৩ টাকা, বর্তমানে .৯৫ টাকা। লুটপাট করতে তুলনামূলক কম টাকায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন না করে কয়লা, তেল, গ্যাসইত্যাদি পরিবেশ দূষণকারী ফুয়েল ব্যবহার করে দেশের পরিবেশের বিপর্যয় ডেকে আনছে সরকার।

দ্রব্যমূল্য প্রসঙ্গে বলেন, রোজার প্রাক্কালে সরকারের সিন্ডিকেটের সদস্য আরো বেপরোয়া হয়ে উঠেছে। পরিকল্পিতভাবে নানা অঘটন ঘটিয়ে চিনির দাম ইতোমধ্যে মধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে ।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর