পুকুরের মাটির সঙ্গে উঠে এলো মর্টারশেল!

লালমনিরহাট প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪

লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের মাটিতে পরিত্যক্ত একটি মর্টার শেল পাওয়া গেছে। মাটির সঙ্গে উঠে আসা ১২ ইঞ্চি আকারের মর্টারশেলটি দেখতে ভীড় জমায় স্থানীয়রা।

বুধবার ( মার্চ) বিকালে বড়খাতা পুরাতন মুন্সিটারি জামে মসজিদের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে মর্টালশেলটি হাতীবান্ধা থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

মর্টারশেলটির ওজন প্রায় / কেজি। ধারণা করা হচ্ছে- মর্টার শেলটি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময়কার।

স্থানীয় পুলিশ জানায়, ওই  মসজিদের ঈদগাহ মাঠে জন্য পুকুর থেকে মাটি কাটা হচ্ছে। সেখানে  নিযুক্ত এক শ্রমিকের কোদালে আঘাত লাগে মর্টার শেলটির। পরে সেটা উদ্ধার করা হয়। এরপরে পুলিশকে খবর দেওয়া হয়।

শ্রমিক রফিকুল ইসলাম বলেন, পুকুর থেকে মাটি তুলে ঈদগা মাঠ ভরা করা হচ্ছে। সেই মাটি সমান করার সময় কোদালে আঘাত পায় বোমাটি। সেটা মাটির নিচ থেকে বের করে পুলিশকে খবর দেই।

হাতীবান্ধা থানা পুলিশের উপপরিদর্শক শফিক বলেন, পরিত্যক্ত মর্টারশেলটি নিরাপদ জায়গায় রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  নিষ্ক্রিয়কারী দল এসে মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে।

 

বিডি২৪অনলাইন/লাজু মিয়া/সি/এমকে


মন্তব্য
জেলার খবর