আশাশুনিতে মুক্তিযোদ্ধার বাড়িতে টাকাসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক মুক্তিযোদ্ধার বাড়ি থেকে টাকা সোনার গহনাসহ সাত লক্ষাধিক টাকার মালামাল চুরি করা হয়েছে। বুধবার ( ৬ মার্চ) দিবাগত রাতে কাপসণ্ডা গ্রামে ঘটনা ঘটে।

ভুক্তভোগী হলেন ওই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। তিনি জানান, গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে এসব মালামাল চুরি করা হয়েছে। প্রতিদিনের মতো রাতে খাওয়া  শেষে তিনি  তার স্ত্রী লতিফা রহমান ঘুমিয়ে পড়েন।

ভোরে নামাজ পড়তে উঠে দেখতে পাই- ঘরের গ্রিল ভাঙা। ঘরের আলমারির জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। তার স্ত্রী লতিফা রহমান জানান, তাদের ঘরে নগদ লক্ষাধিক টাকা তিন ভরি স্বর্ণালংকার ছিল। সেগুলো নিয়ে গেছে। এখনো তার ঘুম ঘুম ভাব লাগছে।  চুরি করার জন্য হয়তো চেতনানাশক বা ঘুম জাতীয় কোনো কিছু স্প্রে করা হয়েছিল বলে ধারণা এ দম্পতির।

আশাশুনি থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ মাঠে রয়েছে বলে জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর