মন্তব্য
পঞ্চগড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালা হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে কর্মশালায় জেলার ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করন।
কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আব্দুল কাদের। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোছা. নাহিদ নাজ, জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী বক্তব্য দেন। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন- আব্দুস সালাম ও সোহেল রানা।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে