নতুন দরে কেনাবেচা হবে জ্বালানি তেল

নিজস্ব প্রতিবেদক
০৭ মার্চ ২০২৪

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে  প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন পেট্রোলের মূল্য সমন্বয় করেছে সরকার। এতে বর্তমানের তুলনায় দাম কমেছে। নতুন দর ৮ মার্চ থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার ( মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রথমবারের মতো জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করলো সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেল কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করেছে সরকার। দাম সমন্বয়ের আগে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা, পেট্রোল ১২৫ টাকা নির্ধারণ রয়েছে।

এখন থেকে প্রতি মাসেই আমদানি/ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করা হবে বলে জানা গেছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর