পাটকেলঘাটায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ মার্চ ২০২৪

সাতক্ষীরার পাটকেলঘাটায় চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে আব্দুর সবুর সরদার (৪৫) নামে এক ভাঙাড়ি ব্যাবসায়ীকে  আটক করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) ভোর রাতে কুমিরা এলাকা থেকে আটক করা হয় তাকে। সবুর সরদার কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া গ্রামের  ইনতাজ সরদারের ছেলে।  কুমিরা বাজারে তার  ভাঙাড়ি জিনিসপত্রের দোকান আছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সবুরের দোকানে চোরাই মালামাল আছে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। সেখান থেকে চোরাই  টিউবয়েল লোহার রড উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় সবুরের বিরুদ্ধে একটি চুরির মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর