পিতা-মাতার ভরণ-পোষণ না দেওয়ায় জেলহাজতে ছেলে

নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২৪

নিজের পিতা-মাতার ভরণ-পোষণ না দেওয়ায় সাতক্ষীরার তালায়  উৎপল সাহা (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুতের রোড়ে  তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একইদিন তার নামে পিতা-মাতার ভরণ-পোষণ সংক্রান্ত আইনে মামলাটি করেন উৎপলের বাবা দিনবন্ধু সাহা।

জানা গেছে , উৎপল সাহা ২০২২ সালে পরকীয়া প্রেমের কারণে তার স্ত্রী মৌসুমী সাহাকে আত্মহত্যায় প্ররোচিত করেন। ঘটনাটি ভিন্ন খাদে নিতে  নিজে  তার পিতা-মাতার নামে মামলা করেন। এ মামলায় হাজতবাস করেন অভিযুক্তরা। মামলার জেরে পরে পাটকেলঘাটা বাজারের তার বাবার বাড়িটা নিজেই দখল করে নেন  উৎপল সাহা।

এদিকে বেশকিছু দিন ধরে পিতা-মাতার কাছে পুনঃরায় সম্পত্তি দাবি করে আসছিল উৎপল সাহা। তার আবদার না রাখায় বৃদ্ধ পিতা-মাতার ভরণ-পোষণ বন্ধ করা সহ শারিরিক মানসিক  নির্যাতন করে আসছিলেন তিনি। ছেলের নির্যাতন এক পর্যায়ে সইতে না পেরে  পুলিশের শরনাপন্ন হন দিনবন্ধু।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, পিতা-মাতার ভরণ-পোষণ করতে অস্বীকৃতি করার অভিযোগে উৎপল সাহাকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে  আদালতে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর