সাতক্ষীরার দেবহাটায় সাইমা খাতুন (১৮) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মার্চ) রাত দেড়টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে সাইমার শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। সাইমা দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের তানজিন ইসলামের (২৪) স্ত্রী। তার বাবার বাড়ি কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া মৌখালি গ্রামে।
পারুলিয়া জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মহিলা মাদরাসায় পড়াশুনাকালীন ৬-৭
মাস আগে পারিবারিক ভাবে সাইমা ও তানজিনের বিয়ে হয়। সাইমার মা রাবেয়া খাতুন জানান, রাত ১২টার দিকে তার বেয়াই আব্দুস সবুর তাদেরকে ফোন করে জানান- সাইমা গুরুতর অসুস্থ। এর ঘন্টাখানেক পর তারা মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছান। সেখানে সাইমা খাতুনকে মৃত অবস্থায় দেখেন তারা।
সাইমার শ্বশুর আব্দুস সবুর জানান, রাতের খাবার খেলে ছেলে তানজিন ও পুত্রবধূ সাইমা একত্রে ঘুমাতে গিয়েছিল। রাত ১২টার দিকে ছেলের ডাকে ঘুম থেকে উঠে সাইমাকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে সাইমার বাবার বাড়িতে ফোন করা হয়।
দেবহাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলা চেপে শ্বাসরোধ করে সাইমা খাতুনকে হত্যার কথা স্বীকার করেছে তানজিন। সাইমার গলা ও শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে