প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, গ্রেফতার দুই

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪

নওগাঁর রানীনগরে প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ( মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে র‌্যাব-, জয়পুরহাট।

গ্রেফতাররা - বরিশাল জেলার মুলাদি উপজেলার উত্তর পাতারচর এলাকার আব্দুল জব্বারের ছেল সোহরাব কাজী (৫০) ঢাকার -কেরানীগঞ্জের সাতগাও এলাকার তাজু মিয়ার ছেলে মোহন হোসেন (৩৩)

র‌্যাব জানান, শুক্রবার ( মার্চ) রাতে উপজেলার রেলগেট এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গত কয়েকদিন ধরে সোহরাব মোহনের গতিবিধি পর্যবেক্ষণ করছিলো র‌্যাব-৫।

বিজ্ঞপ্তিতে জানাননো হয়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের প্রাইভেট কারের সিটের পেছনে বিশেষভাবে তৈরিকৃত বক্সের ভেতরে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা পাওয়া যায়।

তারা দুজনে দীর্ঘদিন ধরে  সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেট কারে বিশেষ কায়দায় দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর