ডাকাতির প্রস্তুতিকালে তিনজন আটক

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪

সাতক্ষীরার পাটকেলঘাটায় ডাকাতির প্রস্ততিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে লালচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি পিকআপসহ ডাকাতির সরঞ্জাম তাদের কাছে থেকে উদ্ধার করা হয়।

আটককৃতরা-বাগেরহাট জেলার ফকিরহাট থানার মাসকাটা এলাকার মেহের আলীর ছেলে জালিনুর শেখ (৩৫), রামপাল থানার বাইনতলা এলাকার সরদার মিজানের ছেলে মেহেদি হাসান রানা (২৪) খুলনা জেলার বটিয়াঘাটা এলাকার মুরাদ আলী শেখের ছেলে বিল্লাল হোসেন শেখ (৪৬)

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ডাকাতির /৭ জন লোক   লালচন্দ্রপুর গ্রামের পেয়ারাতলা এলাকায় অবস্থান করছে। গোপনে এমন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের  আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর