ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। সেই সিরিজ শেষে সামনে এসেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মার অবসর যাওয়া প্রসঙ্গ। এ নিয়ে কথা বলেছেন রোহিত নিজেও।
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেন, গত কয়েক বছরে জীবনের সেরা ক্রিকেট খেলছি আমি। কিন্তু যখন একদিন জেগে ওঠে বুঝতে পারব- আর ভালো ফর্মে নেই; নিজের সেরাটা দিতে পারছি না আমি, তখনই যত দ্রুত সম্ভব অবসর নিয়ে নেব।
সদ্য সিরিজ জেতা প্রসঙ্গে ভারতীয় দলপতি বলেন, এ জয়ের কৃতিত্ব পুরো দলকে দিতে হবে। তিনি জানান, এ ধরনের একটি টেস্ট সিরিজ জিতলে মনে হয়, সবকিছুই ঠিকঠাক কাজ করছে। এ সিরিজে ছেলেদের হয়তো অভিজ্ঞতার অভাব রয়েছে, তবে তারা অনেক ক্রিকেট খেলেছে। চাপের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে।
চলতি বছরের জুনে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত।
বিডি২৪অনলাইন/এস/এমকে