পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে উপনির্বাচনের সহকারি প্রিজাইডিং অফিসার ও এক পোলিং অফিসারের বিরুদ্ধে মামলা হয়েছে।
অবৈধভাবে ব্যালট পেপারে সীল মেরে ব্যালট বাক্সে রাখার অভিযোগ এনে রোববার (১০ মার্চ) বোদা থানায় মামলাটি করেন প্রিজাইডিং অফিসার। মামলার পর তাদের গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক ও সহকারি প্রিজাইডিং অফিসার বিকাশ চন্দ্র সেন এবং পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অফিসের হিসাব কর্মকর্তা ও পোলিং অফিসার মো. একরামুল হক (৩৬)। মামলার বাদী প্রিজাইডিং অফিসার হলেন বোদা উপজেলার সমবায় কর্মকর্তা এ এফ এম জাকির হোসেন।
শনিবার (৯ মার্চ) কমলাপুকুরি কাজলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ উপনির্বাচন হয়। এ ওয়ার্ডের মেম্বর রমজান আলী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর মেম্বরের পদটি শূণ্য হয়।
অভিযোগ, এ কেন্দ্রের সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার ভোট গ্রহণের শেষ সময়ে টিউবওয়েল প্রতীকে সীল দিয়ে ব্যালট বাক্স ভরছিলেন। এ সময় মোরগ প্রতীক প্রার্থীর এজেন্ট ঘটনাটি দেখে নির্বাহী অফিসার ও প্রিজাইডিং অফিসারকে জানায়। পরে তাদের দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক বলেন, আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আমলি আদালত বোদা, জিআরও এএসআই রাজিবুল ইসলাম তাদের দুজনের জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে