৮ দিনে রেমিট্যান্স এসেছে ৫৬২৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৪

চলতি মার্চ মাসের প্রথম দিনে দেশে ৫১ কোটি ২৯ লাখ  মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বৈদেশিক আয় পাঠিয়েছেন বাংলাদেশিরা। এ ধারায় রেমিট্যান্স আসতে থাকলে মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে ২০০ কোটি বা দুই বিলিয়ন ডলার।

 

৮ দিনে আসা রেমিট্যান্সকে বাংলাদেশি মূদ্রায় বিনিময় করলে টাকার অঙ্ক দাঁড়াবে ৫ হাজার ৬৪২ কোটি টাকা। রোববার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদনে রেমিট্যান্স সংক্রান্ত তথ্য ওঠে এসেছে।

তথ্যমতে, দিনে আসা রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। পরিমাণে ৪৪ কোটি ৯০ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে কোটি ২৪ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯৭ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এসেছে। গত ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর