সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অনিয়ম দুর্নীতির তদন্তের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি
১০ মার্চ ২০২৪

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে নাজুক হয়ে পড়েছে। অপরিচ্ছন্ন পরিবেশ, দুর্গন্ধে রোগীরা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী সপ্তাহে মাত্র দুই দিন অফিস করেন। ঠিকমত অফিসে আসেন না।

এ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, অতিরিক্ত পরিচালক ডা. অজয়  কুমার এবং ল্যাব ইনচার্জ সুব্রত কুমার দাস সিন্ডিকেট করে হাসপাতাল পরিচালনা পরিষদের সাথে যোগসাজস করে লুটপাট চালাচ্ছে। এ কারণে হাসপাতালটিতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

রোববার (১০ মার্চ)  সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী ল্যাব ইনচার্জ সুব্রত কুমার দাসের বিরুদ্ধে ঔষধ ক্রয়ের কোটি টাকা আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির তদন্তের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জেলা ভূমিহীন সমিতি।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সহসভাপতি মফিজুর রহমান, শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী বন পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, বাবলু হাসান, নারী নেত্রী নদী প্রমূথ  বক্তারা আরো 

বক্তারা  আরও বলেন, হাসপাতালের রোগীদের খাদ্যে বড় ধরনের অনিয়ম করেছে ঠিকাদারসহ তার সহযোগীরা। খাদ্যের মান নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। গরুর মাংসের পরিবর্তে পোল্ট্রি, রুই মাছের পরিবর্তে তেলাপিয়া তাও আবার ছোট এক টুকরো সরবরাহ করা হয়। বক্তারা অবিলম্বে এ অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর