কাগুজে পাসপোর্ট না থাকলেও এখন থেকে সৌদি আরবে যাওয়া যাবে। পাসপোর্ট ছাড়া ভ্রমণের সুবিধা দিতে এরই মধ্য ডিজিটাল নথি ব্যবস্থা তৈরি করেছে দেশটির প্রশাসন। এর আওতায় থাকা ব্যক্তিরা সৌদি আরবের অভ্যন্তরীণ পরিষেবাগুলো পাবেন। দেশটির সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস এক খবরে এক কথা জানিয়েছে।
খবরে জানানো হয়েছে, এ ডিজিটাল ডকুমেন্ট সার্ভিস সৌদি নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীসহ সুবিধাভোগীদের দেওয়া ডিজিটাল এবং প্রযুক্তিগত সমাধানগুলোর একটি। পরিষেবাটির লক্ষ্য মূলত একটি ইউনিফাইড নম্বর দেওয়ার মাধ্যমে দর্শনার্থীদের সৌদি আরবে আগমন প্রক্রিয়াকে সহজতর করা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অ্যাবশার’ ইলেকট্রনিক প্ল্যাটফর্ম থেকে নিজেদের ডিজিটাল পরিচয় বা ইউনিফাইড নম্বর বের করতে পারবেন দর্শনার্থী বা ভ্রমণকারীরা । এটা ব্যক্তির মোবাইল ফোনে থাকবে। এর মাধ্যমে ভ্রমণকারী দেশটির কোথায় অবস্থান করছেন, সেটাও জানা যাবে। ফলে কোনো কাগুজে পাসপোর্টের প্রয়োজন হবে না।
বিডি২৪অনলাইন/আই/এমকে