করিমন চাপায় স্কুলছাত্রী নিহত, সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১১ মার্চ ২০২৪

 

 

পাবনার চাটমোহরে করিমন চাপায় রিমি খাতুন নামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এদিকে দুর্ঘটনার পর রিমির স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে এসে বিক্ষোভ করেছে।

 

সোমবার (১১ মার্চ) দুপুরের দিকে রেলবাজার এলাকায় চাটমোহর-পাবনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। রিমি  মথুরাপুর সেন্ট রীটাস হাইস্কুলে পড়তো, চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা গ্রামের জায়দুল ইসলামের মেয়ে সে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ি থেকে স্কুলে আসছিলো রিমি। পথে দুধের ক্যানবাহী একটি করিমন তাকে চাপা দেয়। সেখান থেকে গুরুত্বর অবস্থায় তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

এদিকে তার মৃত্যুর খবর রিমির স্কুলে পৌছালে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, তারা রাস্তায় বের হয়ে আসে বিক্ষোভ করতে থাকে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি রিমি হত্যার বিচার দাবি করে তারা। পরে পুলিশ তাদের এ বিষয়ে আশ্বস্ত করলে স্কুল এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়।  

 

চাটমোহর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, এ  দূর্ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর