মন্তব্য
খাগড়াছড়ির গুইমারায় তিন দোকানিকে জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা না টাঙানো, রাস্তা দখল করে ব্যবসা করা, পণ্যের মোড়কে খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এ জরিমানা করা হয়।
সোমবার (১১মার্চ) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী এ জরিমানার আদেশ দেন। তার আগে গুইমারা বাজারে বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এ তিন দোকানিকে জরিমানা করা হয়। তাদের প্রত্যেকের জরিমানার পরিমাণ এক হাজার টাকা।
বিডি২৪অনলাইন/সি/এমকে