করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ২১৭২, মৃত্যু ২২

২২ মার্চ ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জন করোনা রোগী মারা গেছেন।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ১৭২ জনের। সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত এক হাজার ৬৮৭ জন।রোববার (২১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা রোগ শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৭০ হাজার ৮৭৮ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৬৯০ জন। সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২২ হাজার ৪০৫ জন।এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৯ হাজার ১১৯টি। শনাক্তের হার ১২ দশমিক ৯৫।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ২৫৯টি, পরীক্ষা হয়েছে ২১ হাজার ১০৮টি। শনাক্তের হার ১০ দশমিক ২৯।মৃত ২২ জনের মধ্যে পুরুষ ১৯ জন, নারী তিন জন। বিভাগভিত্তিক ঢাকায় ১৭ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে দুই জন করে ও বরিশালে একজন এবং সবাই হাসপাতালে মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর