ফিক্সিং ইস্যূতে নতুন করে বিতর্কের মুখে আমির

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৪

পাকিস্তানের ক্রিকেটে প্রতিভাবান ফাস্ট বোলারদের একজন  মোহাম্মদ আমিরের। ক্যারিয়ারের শুরুটাও ছিল তার দুর্দান্ত। কিন্তু ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরের বছর ২০১০ সালে ইংল্যান্ডে এ বোলার জড়িয়ে যান ফিক্সিংয়ে। ফল হিসেবে ক্রিকেট থেকে বছর নির্বাসিত ছিলেন। এরপর ফেরেন দলে। যদিও মুহূর্তে অভিমান থেকে দলের বাইরে তিনি।

সেই ফিক্সিং ইস্যূতে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন আমির। গ্যালারি থেকে ফিক্সার ডাক শুনে ধৈর্য হারিয়ে পাকিস্তানি পেসার তর্কও জড়িয়েছেন দর্শকদের সঙ্গে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রোববার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ম্যাচে কোয়েটার হয়ে খেলছিলেন আমির । বাউন্ডারির লাইনের কাছে ফিল্ডিং করার সময় কয়েকবারফিক্সারবলে চিৎকার করেন গ্যালারির এক দর্শক। এ চিৎকার শুরুতে এড়িয়ে গেলেও, পরে চটে যান তিনি।  সেই দর্শকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তাকে।

এদিকে রোববারের এ ম্যাচে লাহোরকে হারিয়ে পিএসএলের নক আউট পর্বে ওঠেছে কোয়েটা।

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর