পাবনার আটঘরিয়ায় নিজের মেয়ের মৃত্যুর খবর পেয়ে ইসমত আরা নামের এক মহিলা স্ট্রোক করে মারা গেছেন। সোমবার সন্ধ্যায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার আগে একই দিন ভোরে ক্যান্সারে আক্রান্ত মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরপরই স্ট্রোক করেন তিনি।
ইসমত আরা উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামের আলেম মোল্লার স্ত্রী। স্থানীয়রা জানান, আলেম মোল্লার মেয়ে আমেনা খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার ভোরে তিনি মারা যান।
এদিকে ওই খবর শোনার পর তার মা স্ট্রোক করেন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসাইন চঞ্চল বলেন, একইদিনে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। যতটুকু পারি পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানতে পেরে মরদেহ পরিবারকে বুঝিয়ে দিয়েছি। ঘটনাটি হৃদয় বিদারক।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে