সারা দেশে টিকাদান শুরুর দিন থেকে এখন পর্যন্ত ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯০৬ জনের। রোববার (২১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর ।
গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরু হয়। শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হয় সরকারি হাসপাতালে। শুক্রবার (সাপ্তাহিক ছুটি) ও অন্যান্য সরকারি ছুটির দিনে টিকা দেওয়া হয় না।
স্বাস্থ্য অধিদফতর জানায়, টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৩০ লাখ ৪০ হাজার ৫২২ জন এবং নারী ১৮ লাখ ৪৪৭ জন। রোববার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা নেওয়ার জন্য সারা দেশে নিবন্ধন করেছেন মোট ৬১ লাখ ৯৮ হাজার ৩৭৮ জন। টিকাগ্রহীতাদের মধ্যে বিভাগভিত্তিক ঢাকায় ১৫ লাখ ১৭ হাজার ৬৯ জন, ময়মনসিংহে দুই লাখ ১৬ হাজার ২২১ জন, চট্টগ্রামে ৯ লাখ ৮৮ হাজার ৭৯ জন, রাজশাহীতে পাঁচ লাখ ৩৭ হাজার ৬৪৮ জন, রংপুরে চার লাখ ৭৮ হাজার ২৫৮ জন, খুলনায় ছয় লাখ ৩২ হাজার ৪৮৮ জন, বরিশালে দুই লাখ ১৬ হাজার ২৮৪ জন এবং সিলেটে দুই লাখ ৫৪ হাজার ৯২২ জন রয়েছেন। রোববার টিকা নিয়েছেন ৮০ হাজার ২২২ জন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ১১ জন ও নারী ৩৬ হাজার ২২২ জন।
এমকে