পঞ্চগড়ে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রামানন্দ রায়কে এক মহিলার ঘর থেকে আটক করেছে স্থানীয়রা। গুঞ্জন ছড়িয়েছে- ওই মহিলার সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হন তিনি।
সোমবার (১১মার্চ) রাতে বোদা উপজেলার সাকোয়া ছত্রশিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রামানন্দ রায় নগর সাকোয়া এলাকার ধীরেনের ছেলে। এলাকাবাসী ও ইউপি সদস্য দীপেন চন্দ্র বর্মন জানায়, আটকের পর রাত দুইটা পর্যন্ত আপসের চেষ্টা করা হয়। কিন্ত সমাধান না হওয়ায় মঙ্গলবার আপস বৈঠক করার কথা রয়েছে। অভিযুক্তকে চেয়ারম্যানের উপস্থিতিতে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
ভুক্তভোগী জানান, আমার কেলেঙ্কারি হয়ে গেছে। এখন আমার বিয়ে ছাড়া উপায় নেই। গত আট মাস ধরে রামানন্দের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বলেও দাবি করেন তিনি।
সাকোয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.হাফিজুর রহমান জানান, স্থানীয় জনগনের সঙ্গে তাদের ভুল বুঝাবুঝি হয়েছে। অন্য কোন সমস্যা না। তারা দুজনেই দলীয়।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে