৫৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

১৯ জানুয়ারী ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে ৫৬০ পিস নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ টাপেন্টাডল (ট্যাবলেট)সহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- ওই গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও ফনি হলদারের ছেলে একান্ত হলদার (২৫)। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়, শরিফুল ইসলামের বাড়িতে ট্যাবলেটগুলো পাওয়া যায়। এ সময়ে তাকে আটক করা হয়। আর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একান্ত হলদার (২৫) কে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন নিজেই।

এমকে

 


মন্তব্য
জেলার খবর